কবির মৃত্যু হলে(02-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
কবির মৃত্যু হলে
বাইসেপ ফুলিয়ে আস্ফালন করে সমাজ বিরোধী
নেতা-নেত্রী  ভুলে যায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি
আর ভরা বর্ষাতে হয় অ্যাসিড বৃষ্টি


কবির মৃত্যু হলে
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় নাক-কান কাটা  
গৃহস্থ বাড়িতে জ্বলে না সন্ধ্যা প্রদীপ
নবজাতকও ভুলে যায় কান্না


কবির মৃত্যু হলে
পোয়াতি চেপে যায় প্রসব বেদনা
পথে হাত ধরে হাঁটে না নারী ও পুরুষ একে অপরের
বিদূষকও হাসতে ভুলে যায়


কবির মৃত্যু হলে
নাকে সর্ষে তেল দিয়ে ঘুমায় শাসক
অফিসের চেয়ার ফাঁকা পড়ে থাকে
ফাইলের উপর জমে ধুলোর পরত


কবির মৃত্যু হলে
তার ভাঙার চেষ্টা করে না খাঁচার পাখি
বাঘ হয়ে ওঠে মানুষখেকো
সার্কাসের ময়দানে খেলা দেখায় পশুরাজ সিংহ


কবির মৃত্যু হলে
চমকে ওঠে ঘুমন্ত শিশু
সদ্য রজঃস্বলা সিঁটিয়ে থাকে ঘরের কোণে
ভাতের থালায় বসে নাকের জলে চোখের জলে একাকার হয় নব বধুটি


কবির মৃত্যু হলে
মাঠে দোলে না ধানের শিষ
কৃষকও ছেড়ে দেয় হাল
বলদ জাবর কাটে বাথানে একা শুয়ে শুয়ে  


কবির মৃত্যু হলে
অলি আসে না ফুলে,গায় না গান গুন গুন
বলাকা নীড়ে ফেরে সন্ধ্যার আগেই
বকনা মায়ের বাঁট ছেড়ে দেয়  


আর বাগানে ফুল না ফুটলেই
হেমন্তের হিমে দূর্বা ঘাসের কচি ডগায় শিশির না জমলেই
অথবা এক পশলা ভারী বৃষ্টির পর আকাশে রামধনু না দেখতে পেলেই
কবি কি পারেন অভিমানে চলে যেতে অনন্ত শয্যায় !!