কবিতার গন্ধ (18-03-2021)
রণজিৎ মাইতি
-------------
শিশুরা যখন খলবলিয়ে হেসে ওঠে
আমি কবিতার গন্ধ পাই;
কিংবা যখন আধো আধো কথা বলে;
এমনকি ছিঁচকাদুনি গাইলেও ছড়িয়ে যায় কবিতার সুবাস।


যেমন জোৎস্নার বিচ্ছুরণ খিলখিল হাসি
তেমনই কান্নার ভেতর জন্ম নেয় তরতাজা আস্ত পান্থপাদপ!
জানি,অনন্ত ফল্গুও হতে পারে একটা মন মাতানো মোঁ মোঁ গন্ধের প্রকৃত স্রষ্টা
এলাচ দানা,শ্বেতচন্দন ও কবিতা শাশ্বত  


অবশ্য তুমি আমার কথায় হো হো করে হেসে ওঠো!
যেহেতু তুমি ঠিকঠাক রজনীগন্ধা চিনতে পারোনি;
কিংবা জলঢোঁড়া ও কেঁউটের পার্থক্য!