কোমা(18-01-22)
রণজিৎ মাইতি
--------------------
কেউ বলছে লোকটি ভীষণ ভালো
কেউ বলছে ভালোর ভেতর কালো
আমি কেমন আমিও কি তা জানি
কেউ কি জানে?মানি কি না মানি


চড়া আলোয় যায়না চেনা রোদ
চাপা পড়ে আলোর সকল বোধ
বিকেল কেমন মৌসুমী মন লেখে
যায় কি বোঝা কালির রেখা দেখে


আমি কেমন আমায় জানতে হলে
যেতেই হবে মন যমুনার জলে
বিম্বিত অই আলোর রেখা ধরে
যেতেই হবে উদাস তেপান্তরে


যে মাঠ জুড়ে অভিকর্ষ জিরো
সাদা-কালোর জীবন সেথা হিরো
আসল হিরো সাজে কি নকল রঙে
নাচে মানুষ আপন আপন ঢঙে


যারা চড়ায় তুলাদণ্ডে মানুষ
জানে কি তারা মানুষও এক ফানুস
চুপসে গেলেই কৃষ্ণ-প্রেমিক,আজব
উড়লে ধ্বজা,উড়ছে প্রেমিক যাদব!


চুপসে গেলে আজব তাহার রূপ
ওড়লে উড়ুক আশ্চর্য সেই স্ব-রূপ
মগজে যাদের ত্রিগুণাতীত বোধ
বেচাল হলেই নিচ্ছে জীবন শোধ


ভালো মন্দের পাঁচ মেশালি কোমায়
কি কুক্ষণে যে হৃদয় দিলো সায়
মায়া কানন জুড়ে কুজ্ঝটিকা
নেই সেথা কেউ,পরবে যে জয়টিকা!