করিমেলি
রণজিৎ মাইতি
-------------
1
পঞ্চু নাকি ঘুমিয়ে গেলে নাক ডাকে খুব জোরে
নাকের সাথে পাল্লা দিয়ে ঠোঁট দুটিও নড়ে
সেই শব্দে পালায় মশা
মাড়ায় না পথ ওদের বাসা
সেই খবর চাউর হতেই পাড়ায় ঢি ঢি পড়ে।।


2


আয় না হরিৎ,শূণ্য ঘরে ক্লোরোফিলের ধ্যান করি
নীল রক্তে ভাসছে ভেলা বিষের জ্বালায় মরি মরি
তীব্র দূষণ আকাশ জুড়ে
এই দেহ মন যাচ্ছে পুড়ে
এখন কেমন করে বাঁচবে নদী তরঙ্গ তাই থরহরি।।