কোথাও হতে পারিনি ঠিক ঠাক(03-04-2020)
রণজিৎ মাইতি
-------------
বাক বলুন কিংবা নির্বাক
ন্যায় বলুন কিংবা অন্যায়
কোথাও হতে পারিনি ঠিক ঠাক তেমন তেমন।


না চার্বাক,না বৈশেষিক ।
অথবা সাংখ্য,যোগ,বেদান্ত কোনওটাই নয়
বরং সময় সুযোগ মতো ষড়দর্শনের বুকে চাবুক শপাৎ
যা হাতিয়ার হয়ে ওঠে শাসনে শোষণে
বাদ থেকে বাদানুবাদ,বাদী থেকে বিবাদী
সময় সুযোগ মতো ধোয়া তুলসীপাতা,আর আড়িপাতা দই


জানি,বাঘ যতো সহজে বাঘ হয়ে ওঠে
পিঁপড়ে পিঁপড়ে,বা কেঁচোটি পর্যন্ত
কখনও মানুষ মানুষ হতে পারে না ততোটা সহজে ।
তানসেন,রবি ঠাকুর,বিলাবল খাঁ
বরং খয়ের খাঁ এর মতো সাপ ও ব্যাঙ উভয় মুখেই চুমু খায়!