ক্রমশ আঁতুড়ে ফিরছি (31-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
ক্রমশ আঁতুড়ে ফিরছি
এক জরায়ু থেকে আর এক জরায়ু
মাটি,মাটির প্রবল চাপে থেঁতো হয় মাটির করোটি
জল,হাওয়া আর কবোষ্ণ দুধের ঋণভার !


মানতে চাই না তাই গড়ে ওঠে ব্যাথার পাহাড়
পিছুটান,অভিকর্ষ চির চিরন্তন এই নিত্যানন্দধামে
ফুরসত খোঁজে না কেউ; হায় ! কেন কি জানি ?


আসলে স্রোতের প্রতিকূলে থাকে চোরা স্রোত
সেই টানে মা ও মাটির কাছে ফিরে যায় মাটির মানুষ
আহা আলো ঢোকে না তাই জরায়ুর অভ্যন্তর আজও কি চমত্কার শান্ত শীতল!