কৃষ্ণকথা
রণজিৎ মাইতি
-------------
এই যে আমি তোমার হাতে গোলাপ তুলে দিয়েছি-
জানি,আগামীতে তুমিও আমার হাতে গোলাপ তুলে দেবে।
এইসব সহবত,রোদ-বৃষ্টি খেলা নিয়ে বেঁচেবর্তে থাকা।


কিন্তু যেখানে ছায়া বড়ো ঘন,তীব্র দহন
সেখানে দেওয়া-নেওয়া নেই।
বাঁশি হাতে দাঁড়ায় না কৃষ্ণ এসে কৃষ্ণচূড়া তলে।


অথচ এই গ্রীষ্মেও দেখো-
সেজেছে সেই কৃষ্ণচূড়া সাবেক সম্ভারে;
যেভাবে নীপবিথী কৃষ্ণকথা বলে ভরা বর্ষায়।