কুহক  (11-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
বেরিয়ে আসতে চাই তন্তুজাল ছিঁড়ে,
আসলে এ সবই উপর উপর ।
সুন্দর,সেও কি নয় মায়াপাশ ?


তুমি অবগাহন সম্পর্কে যে মত পোষণ কর
আমি তার ঠিক উল্টো
তলিয়ে দেখতে গিয়ে তলিয়ে যাই আরও গভীরে  
অথচ জলের বাস্তুরীতি মেনে জীবন আজও বয়ে চলে মন্দাক্রান্ত তালে
বরং টেনে টেনে আরও দীর্ঘায়িত করি এই ব্যঞ্জনধ্বনি


নিয়তি তখনও অদৃশ্যে থেকেও ক্রিয়াশীল,
টেনে আনে পুনঃ পুনঃ কুহকের কাছে!