লক্ষ্মণরেখা(18-01-2019)
রণজিৎ মাইতি
-------------
এখনও পরিষ্কার চোখে ভাসে লক্ষ্মণ রেখা,চকের সাদা দাগ চকচক করে।এভাবেই ঋদ্ধ গোলাপ ফোটে কুসুম কাননে।
রঙে,রসে,সুরে আগামীর টান ও পিছুটান


শুভ্রতার দোহাই দিয়ে তুমিও অমরত্ব দাও;
ভয় অতিক্রম করে অভয়মুদ্রায় বরাভয়
গতানুগতিক স্রোতে,ঢেউয়ে ভেসে ভেসে


যদিও মায়াবী আলোক জানে নুনের কদর
লীন হতে হতে অন্তর্লীন;তখনও সমগ্র আকাশ জুড়ে নীলার ঔজ্জ্বল্য
হীরকের মোহিনী দীপ্তি!


বলো,শস্য খেতে আসে না কি কীট ?
মাজরা,লেদাপোকা কিংবা পঙ্গপাল
যেমন বাজারের ব্যাগে পোকাকাটা বেগুন করলা
কিংবা নিষেধের গণ্ডি দিয়ে যায় কি বেঁধে রাখা বৃহৎ বারণে ?
নীলতিমি পুচ্ছ দিয়ে ঠেলে দেয় গুচ্ছ জলরাশি


আসলে এ মুগ্ধ প্রপঞ্চে সম্পর্কের হানিমুন করকচের মতো দ্রবনীয়
যা কিছু স্থাবর ভাবি সেও দেখি স্বরূপে কর্পূর
উদ্বায়ী লক্ষ্মণরেখা,জীবন যৌবন!