ল  ড়া  ই (03-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
স্ট্রাইক হাতে ছুটে বেড়াচ্ছি রেড ঘুঁটির পেছনে
প্রয়োগ করছি রকমারি শিল্প
রিমাউন্ড,ট্রাঙ্কি,এমনকি হিটে

প্রতিপক্ষ টুকটুক করে পকেট বন্দী করছে লক্ষ্য
এক,দুই পয়েন্ট কুড়োতে কুড়োতে বাজি মুঠোবন্দী


তখনও আমার লক্ষ্য রেড
খরগোশ-কচ্ছপের গল্পের কথা ভুলে গিয়ে  
লড়ছি এক অসম লড়াই,গজ-কচ্ছপ লড়াই

একদিন গাছের পাতা হলদে হয়ে আসে
রেসের মাঠে বাজি হারতে হারতে ঘোড়া ক্লান্ত,অবসন্ন
ডুবে যায় গভীর হতাশা বোধে  
খাদে,অতল গহ্বরে,নিকষ কালো অন্ধকারে ঢুকে যায়
হায় জীবন ! তখন কি মরণেও সুখ নাই ?