মদ
রণজিৎ মাইতি
--------------------
আমি মানুষকে মদ খেতে বলি;
মদ খেলে গোপন কথারা আকাশের ঠিকানা খুঁজে পায়,
উপশম হয় ব্যথা ও দাহ।


আমি মানুষকে মদ খেতে বলি;
মদ খেয়ে যারা পকেট কাটে কাটুক,
মদ খেয়ে যারা গুণ্ডামি করে করুক,
মদ খেয়ে যার শ্লীলতাহানি করে করুক
তাদের জন্যে পুলিশ আছে,আর নাগরিক সমাজ।


কিন্তু কেউ কেউ মদ খেয়ে কবিতা লেখে।
তাদেরই আমি ডুবে থাকতে বলি সুরা ও সুর্মায়,
মদ খেলে হৃদয় গভীরে একটা সবুজ উদারপাখি ডানা ঝাপটায়,
তখন বিদ্যাসাগরের মতো আর্তের সেবায় সহায় হন।
অধুনা শিক্ষিত,ভদ্র-সভ্য মানুষ তো আর এদের দেখে এগিয়ে আসে না!


তাই যারা সুরা পান করে তাদের তাহা পান করতে বলি।
কারণবারি পেটে পড়লে মানুষ পরমহংস হয়ে যায়;
তখন আপন পত্নীও পূজা পান মা জগদম্বা রূপে


আসলে-
মদ পেটে পড়লে মানুষ কবি হয়ে যায়;
দেখেছি সুরার ধুনকি পশুকেও মানুষ করে দেয়।