মাধব(02-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
গাঁয়ের মাটিতে পা দিয়েই প্রথম মাধবকে খুঁজি
সেও আমার আগমনের খবর পেলে দেখা করে যায়
আবাল্য খেলার সাথি,
আম চুরি,লিচু চুরি
বেরা-দের জাম,জামরুল
সেসব এখন স্মৃতিময় দিন


পঞ্চম শ্রেণীতেই ফেলের রেকর্ড গড়ে একদিন ছেড়ে দিলো পড়া
তারপর যতো প্রেম মাটির সাথে
তারপর যতো প্রেম ফুলের সাথে
পাড়াময় ঢি ঢি,ছেলেটি লুচ্চা
প্রেম ছাড়া এ ছেলের কিছুই হবেনা


হঠাৎ একদিন টুক করে ঢুকে গেলো সংসার আশ্রমে,অ্যারেঞ্জ ম্যারেজ
সেই থেকে ঘর,মাঠ,মাটি তার প্রেম
কখনও ভাবনায় আসেনি অশক্ত মা-বাবাকে পাঠাতে হবে বৃদ্ধ-আবাসে


সেই ডানপিটে মাধবকেই আমি খুঁজি
পৃথিবীর যে প্রান্তেই যাই-----
সবুজ শস্যের খেত দেখতে পেলেই মন আনচান করে
জানি কোমরে কাস্তে গুঁজে,কাঁধেতে কোদাল নিয়ে মিশে থাকে হরিৎ প্রান্তরে
শ্যামলা ছিপছিপে,মুখেতে সারল্য
লোভ নেই,ক্ষোভের আগুন নেই,উচ্চাশার পারদও চড়েনি কখনও
শুধু অনাবিল হাসি দিয়ে ভালোবেসে গেছে কৃষি খেত
মাটি যার প্রকৃত প্রেমিকা,হৃদয় কুসুম কানন