মহান শিল্পী  (01-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
মহান শিল্পীকে দেখি,
শিল্পকর্মে ধনী তাঁর সংগ্রহশালাটি
খুঁটিনাটি কতো ছবি,তবু প্রতি পলে পলে আঁকে
স্বাতন্ত্র্য যা কিছু তার রঙের মহিমায় !


প্রশ্ন কি করা যায় রঙকে কখনও ?
প্রথম বর্ষাতেই শুনি গ্যাঁগর গ্যাঁগর
মাঠে ছিপছিপে জলে আনন্দ বিহার
হয়তো তখনই ভেঙে গেছে কাছের বাড়িটি
অথবা বাইপাসের দীর্ঘ ব্রীজটি


বৈপরীত্যময় এই রঙ,স্থাপত্য শৃঙ্গার
গাছেদের কথা বলো,ফুলের ভাষা
লেখা থাকে অমলিন ইতিহাস রূপে


ঘটমান বর্তমান পশ্চাতে গড়িয়ে যায়
রেখে যায় প্রশ্ন চিহ্ন,এসবের কেবা কলাকার ?

নির্দ্বিধায় জবাবি ভাষণে বলি,---
আসলে বাস্তব নিজেই এক মহান শিল্পী !