মাথুরলীলা(08-09-2019)
রণজিৎ মাইতি
-------------
এটুকুই তো আমাদের মাথুরলীলা!
তবুও লীলাকমলের মোহে ঢুকে যাই আত্মপ্রবঞ্চনার শীতল গহ্বরে।
তখনও সুবিশাল কল্পতরু গভীরে ছড়ায় শেকড়।
যেনো নিবিড় বনানী মাঝে হাঘরের দীর্ঘ লং মার্চ


অবশ্য রাতের গভীর ও মায়াবী চোখে স্নিগ্ধ জোৎস্নার আলো
হৃদয় উজাড় করে দিই অসংখ্য লাইক ও কমেন্টস
যেমন ফুলটস্ বলে হাঁকাই সপাটে ছক্কা


যদিও এই মরসুমি আলো জানে মক্কা অনেক দূর দিল্লির নিরিখে
প্রদীপের নিচে যেমন ঘন অন্ধকার
তেমনই ছক্কার উল্টো পিঠে আজও অক্কার উতরোল শুনি