মাটি আজও মাটি হয়নি(10-05-2020)
রণজিৎ মাইতি
-------------
কবির শৈশবটা ছিলো মাটির সাথে
কৈশোরটাও ছিলো তাই


যৌবনে সেই মাটিকেই দেশ ভেবে প্রবল উৎসাহে জাপটে ধরেছে


না,কবি সারাজীবনে একবর্ণও মিথ্যে লেখেনি
কল্পনার আতর দিয়ে কখনও রচনাও করেনি অলীক স্বর্গরাজ্য


যদিও শূণ্য থালায় ফোটেনি দুধসাদা জুঁই
ভালোবেসে কখনও নেমে আসেনি আধখানা চাঁদ


গল্পের শেষটা আরও করুণ
সেই মাটিরই আঘাতে রক্তবমি করতে করতে মাটির গভীরে ঘুমিয়ে পড়ছে কবির বার্ধক্য !


হাঁ,কবির প্রিয় মাটি আজও দেশ হয়নি
মনে হয় কবির জন্যে এ মাটি কখনও মাটিও হয়না!