ময়লা  (28-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
এখানে ছাই ফেলতে ভাঙা কুলোই আমাদের ভরসা
তাই ইশারায় দেখাও বহুল ব্যবহৃত সেই পুরনো ওয়াসিং মেশিন
এটুকুই আমাদের পথের হদিস, আত্মপ্রসাদ


অথচ তুমি জান,আমিও জানি
এই প্রক্রিয়াটুকু সাময়িক
পথে পা দিলেই সেই ধোঁয়া,ধুলো,বালি
জানি পরদিন কেচে নিলে পরিষ্কার হবে
তাই হেঁটে যাই সেই ধুলোমলিন পথে


কিন্তু মনের ময়লা কিভাবে সরাবো ?
যেখানে ভাঙা কুলোর কোনও ভূমিকাই নেই
ঝেঁপে এক পশলা বৃষ্টি নামুক  
মনোভূমি ভিজে যাক,
ভেসে যাক আবর্জনা বানভাসি তোড়ে