মায়ের মুখচ্ছবি (30-04-2017)
রণজিৎ মাইতি


অনেক বসন্ত দেখা --জীবিকার প্রয়োজনে জন্মভিটে থেকে--দূর দেশে থাকি--তবু
পালা পার্বণে আসি ফিরে--আত্মীক টানে--জানি রক্তের টান বা মাটির টান বলে যাকে


বিদায়ের বেলা দেখি--একই মুখ--বিষন্ন মলিন-- প্রথম দিনের মতো--পাঁজরের হাড় ভাঙা মুখে ফোটে--যন্ত্রণার ছবি--- অবক্ত কাতর


বুঝি -- এ শব্দহীন ভাষা--শুধু ভাষা নয় -- অমিতবল তার -- জগতের সব মা --এই বল নিয়ে -- বেঁধে রাখে --আবর্তিত হয় পরিবার


যতদিন প্রাণবায়ু--প্রবাহিত হবে--মায়েদের দেহের ভেতর--ততদিন এ বিষাদী মুখে--
ঝরবে--ঝরবে হাজারো অভয়বানী --আশীর্বাদ হয়ে


বুকে চিনচিনে ব্যথা থাক--তবু এ অপার নিয়তি গুলো--বেঁচে থাকার উৎসভূমি জেনে --চিরকাল রেখে দেব স্মৃতির প্রকোষ্ঠে