মেদ
রণজিৎ মাইতি
-------------
একবার এক স্বনামধন্য ডাক্তার বলেছিলেন,--
'শরীরের জন্য মেদ মোটেই ভালো নয়;'
একই কথা বেশ কিছুদিন আগে বলেছিলেন একজন আলোকপ্রাপ্ত কবি।


তখন আমার সবে শব্দে হাতেখড়ি।
ভাবতাম কিভাবে প্রতিভাত হয় একই কথা দুজন ভিন্ন পোশাকের মুখে!


অবশ্য কথাটি শোনামাত্র চালিয়ে গেছি কসরৎ;
শব্দ থেকে শব্দে,শব্দের শরীরে।


দিনশেষে আমার চর্বি কমেছে,
কিন্তু ডাক্তার ও কবির দিন দিন বেড়েছে জেল্লা।


আসলে চর্বিবহুল দেশে A to Z করে চর্বিতচর্বন;
অথচ পোশাকের আড়ালে লুকিয়ে রাখে পেল্লায় ভুঁড়ি!