মেঘলা আকাশ  (12-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
সারাদিন আকাশের মুখ ভার,
কড় কড় কড়াৎ শব্দে জেগে উঠে ঘুমন্ত শিশু,
বিজলীর আলোয় স্পষ্ট নক্ষত্রের মুখ
সে মুখে কি বিষাদের ছায়া ?
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি ঘরের প্রতিটি আসবাব,মেঝে ও দেওয়াল।
ফটোফ্রেমের দিকে তাকিয়ে সময়কে ধরার মহাআয়োজন


কাল,মহা মহাকাল
সময় কি ধরা যায় হাতে ?  
অপলক তাকিয়ে থাকি নদীর জলে
ক্ষণিক আগে দেখা জল মোহনাকে ছুঁয়ে চলে গেছে মিশে গেছে অসীম সাগরে
আলাদা আলাদা করে চিনতে কি পারি ?

এখন এঘর ওঘর করি
হঠাৎ চোখ চলে যায় সু-সেল্ফে  
বাবার ব্যবহৃত জুতোর কাছেই---
আমারও একজোড়া নতুন জুতো
না কোনও বিরোধাভাস নেই
বরং বাতাসে ভেসে আসে স্মৃতি জাগানিয়া গান
সুমধুর সুর স্নায়ুকোষে অনুরণন তোলে
বাবার কাছে শোনা গল্প,কথা ও স্নেহভার


যদিও আকাশে আনন্দ নেই,
বিষাদিত মেঘে ঢাকা পড়ে গেছে
পুরনো গল্পগুলো ইতিহাসের পাতায় সুখে বেঁচেবর্তে আছে
বরং ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিমুক্তোর ভারে----
মেঘ আরও ঘন হয়ে আসে
তখনও বাইরে বৃষ্টি পড়ছে অঝোর ধারায়  
সে জল কি স্বাদে নোনা ?