মিস্টিরিয়াস(22-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
এখনই ক্রান্তিকাল স্মৃতিচারণের
স্পষ্ট হয় সন্ধিক্ষণে ব্যাঙাচি জীবন,কিলবিল জলের উপর  
উপভোগ্য পূর্ণাঙ্গ জীবন মাধুরী
কতো আশালতা শাখা প্রশাখায়


প্রত্যাশা মতোই একদিন----
মুখে ফোটে খই
                চড়বড় চড়বড়
চুলবুলি বলতে কি পারি ?
আমাদের প্রিয় বুলবুলি
তখন ঘুঘু চরে শ্মশানে মশানে

যেন বীনা হাতে বাকদেবী
আঙুলে মিজরাব,কন্ঠে সুললিত সংগীত মূর্চ্ছনা
কখনও কোমলে কড়িতে,কখনও সপ্তকে গায় কোমলগান্ধার
আধো আধো কথা দিয়ে সাজায় সংসার
মন জয়ে নির্মল হাসি ফিক ফিক,দুধসাদা দাঁতে


কচি কচি লাল পাতা,সময়ের খরস্রোতে সবুজে সবুজ
যার যেমন লিঙ্গ,গোঁফ দাঁড়ি স্তন
বাহুমূলও সাজায় প্রকৃতি  


হায় ! সেখানেও থাবা দেয় সময়শার্দুল
চিরস্থায়ী অমোঘ চক্রান্ত,আদিভূমি টানে
পলিতকেশ আর বলিরেখা স্পষ্ট হয় মুখে
কতশত ঘাত-প্রতিঘাত,তবুও----
ক্রান্তিকালে স্মৃতিচারণায় আসে
                                       ব্যাঙাচি জীবন
ফ্রগ জাম্প মিস্টিরিয়াস