ম ন  ক্যা মে রা  (15-05-2017)
রণজিৎ মাইতি


কোথাও বেড়াতে গেলে--ক্যামেরার কথা ঠিক মনে রাখে--ভুলে যায় ব্রাশ নিতে--
সুগারের প্রেশারের বড়ি--আর ভুলেনা
কখন--স্যানেটারি ন্যাপকিন নিতে--প্রয়োজন থাকুক বা ছাই


কি হবে ক্যামেরা--ভেতরের পশুরাজ অহরহ--সিংহীকে খোঁজে--যমুনার জলে গিয়ে--নেগেটিভ ধুয়ে--ছবিগুলো রেখে
দেয়--মনের অ্যালবামে--স্বপ্নদোষে ক্ষলিত
বীর্যের মতো--মাঝে মাঝে জীবনকে
করে চটচটে--মন যমুনা আনন্দ উচ্ছল


আরোপিত হলে ছবি--মন মুখ মেলেনা কখনো--সহবতে বাধে--তাই মুখের সামনে বলি--ভালো খুব ভাল--হাজার ছবির মাঝে--পরিচিত মুখগুলো খুঁজি


প্রকৃতির ছবিগুলো--নায়াগ্রা আমাজন বা ভূস্বর্গ বলো--  অন্তর্জালের যুগে--মাউসে হাত দিলে --জীবন্ত প্রকৃতি


একান্তে তোলা ছবি--শিকারী সিংহের চোখে সংবেদন--স্নায়ুতন্ত্রে অনুরণন তোলে--সেখানে ক্যামেরা -- বাহুল্যতা ছাড়া কিছু নয়