মন্দির(05-05-2020)
রণজিৎ মাইতি
-------------
অধুনা মন্দির বলতে যা বোঝায় তেমন মন্দিরে প্রবেশ করতে চাইনি কখনো;
যদি ভুলে যাই আলিবাবার গল্পের মতো চিচিং ফাঁক মন্ত্র !
যেখানে প্রবেশ-প্রস্থান কঠিন হয়ে যায় তা আজও  যাঁতাকল মনে হয়


বরং প্রবেশ করতে চেয়েছি তেমন মন্দিরে
যেখানে দরজা অবারিত,প্রাণের ঈশ্বরও উদার


আসলে বাঞ্ছাকল্পতরু হওয়া অতো সোজা নয়
তেষ্টা পেলো,আর ঢক্ ঢক্ গিলে ফেললাম বরফ শীতল জল


জল হতে গেলে তরল হতে হয়,সহজ সরল
সইতে হয় তরঙ্গের অভিঘাত।


যেমন বাবা,আপাত পাথরচাপা বুকের গভীরে যার চোরা ফল্গুস্রোত!
যেমন মা,আপাত কোমল বুকের গভীরে কঠিন সংকল্প
তিল তিল করে গড়ে তুলেছেন সোনার সংসারমন্দির
আমি ঢুকছি আর বেরচ্ছি,আবারও ঢুকছি সেই  রক্তের টানে
রক্ত তো আসলে একটা অমোঘ প্রবাহ,চিরন্তন প্রেম


সেই টানে যেমন কবুতর কপোতপালি ছেড়ে বেরোয় গভীর ভরসায়
জানে,ফিরে এলে ঠিকই টেনে নেবে প্রাণের দেবতা
তার কাছে ওটাই একমাত্র মন্দির ও ওটাই স্বর্গ
ওটাই অমরাবতী,দ্যুলোক-ভূলোক
যেখানে অপ্রেমের বীজ অঙ্কুরিত হয় সেটাই কি নয় রৌরব নরক?
বলো,কোনও বাবা-মা কখনও কি প্রাণপ্রিয় আত্মজকে নরকে পাঠাতে ভালোবাসে?


তাই আজও নিশ্চিন্তে নকল মন্দির ছেড়ে সংসার  মন্দিরে ঢুকি ও বেরোই ফুড়ুৎ ফুড়ুৎ
যেখানে প্রিয় ঈশ্বর-ঈশ্বরী গভীর মমতায় বুকে টেনে নেন
ভক্তের প্রেমমন্ত্রে যার দরজাও দরাজ চিরকাল !