মুখ ও মুখোশ 2 (24-02-2020)
রণজিৎ মাইতি
-------------
একটাই মুখ অনেক মুখোশ
খোশগল্পে খাসা আফশোস
ঘোড়ামুখো নর,নরমুখো ঘোড়া
সুযোগ মতোই একপায়ে খাড়া
মোমবাতি শুধু প্রতীক অনল
দিন শেষে তাই উঠছে গরল
বিষবাষ্পে ঢাকছে আকাশ
তবুও বলছি মিষ্টি সুবাস
বদ হাওয়া এসে ভাঙছে কপাট
ভেতরে ভাঙছি বাহিরে জমাট
স্মার্ট কাকে বলে?কে জানে সংজ্ঞা?
আমি অবধূত,তৃষিত প্রজ্ঞা
জ্ঞান অতি কম,সব ভাসা ভাসা
পারমিতা জেনো,বাড়ছে দুরাশা
পল্লবগ্রাহীর দু-চোখে আগুন
তবুও বড়াই,বলছি জাগুন
ছারখার হতে দু-এক মিনিট
স্বভাব তো বলে যেনো কৃমিকীট!