মুখোমুখি দাঁড়াতেই হয় (12-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
তখন মুখোমুখি দাঁড়াতেই হয়
সঙ্কল্পের কথা নয়,সঙ্কলিত যা কিছু
যখন ভেঙে যায় ঝড়ে,কুলায় যেমন


আরশি অক্ষত আছে
সে সবুজ মন জানে---
মুগ্ধকর যা কিছু কতো দিন,আর কতো কাল----
একভাবে রূপ লাবণ্য নিয়ে বেঁচেবর্তে রবে ?
ভেঙে যায় তাসের দালান,একদিন !
তখন মুখোমুখি দাঁড়াতেই হয়


এদিকে গঙ্গার জল,ওদিকে পদ্মা
তিরতির বয়ে যায় মোহনায় দিকে
কাল স্রোত বলে কেউ,কেউবা প্রকৃতি
উৎসমুখ আছে জানা,যৌবন জরা
আমি খুঁজি মানবিক মুখ


গুহা মানবের মুখে হাসি ছিলো
বুকে প্রেম,মগ্নতা ছিলো
হাতে ছিলো কঠিন সঙ্কল্প
তাই নিয়ে দাঁড়িয়েছে আরশির সামনে  
মনের মুকুরে ফোটা শত শত ফুল
পরিণত ফুল থেকে পরিপক্ক বীজ
ছড়িয়ে পড়েছে,যেমন শিমুল বীজ,কার্পাস
সঞ্চয় যা কিছু দিয়ে গেছে আগামীর হাতে


আমি আগুন ভেবে বহু যত্নে গুছিয়ে রেখেছি
আসন্ন কে দিতে হবে,বিদায় নেওয়ার আগে
যতো শোক,তাপ-অনুতাপ,নন্দিত যা কিছু
সব দিয়ে যেতে হবে
উত্তোরণের ইতিহাস,মহাকাব্য যতো
ক্রুশবিদ্ধ যিশু,কৃষ্ণের বাঁশি,কোরান শরীফ
হতে হবে মুখোমুখি এই পোড়া মুখে


এতো জাতি দাঙ্গা,রক্তপাত,সম্পদের লড়াই
কোন মুখে কথা বলি ? মানবিক মুখ গেছে পুড়ে
যেটুকু শুদ্ধতা আছে,পবিত্রতা আছে
সেই মুখে উচ্চারিত হোক আজ ওঁঙ্কার ধ্বনি