মুখ্যতঃ রাগ বিষয়ক (27-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
আমার সংবিধানে ওই ধরনের কোনও রাগ নেই;  
বীতরাগের প্রশ্নও কি আছে ?
চাঁদ উঠুক অথবা অমানিশায় অন্ধকারে ঢেকে থাক চেনা সুনীল আকাশ
গতানুগতিক ছন্দে ভাতঘুম দিই
অবশ্য মনের কথা ভেবে----
রাগাশ্রয়ী গানে ভাসাই প্রিয় প্রমোদ তরণী


আসলে রাগ বলো অথবা রাগানুরাগ
ঠিক স্বচ্ছ স্ফটিকের মতো,---
আলোর গতিপথে মুক্ত অবাধ
কার্তিকের মতো ময়ূরপুচ্ছ ধারণ করে দেখানোর দরকার পড়ে কি


বরং রাগকে পরকীয়ায় পাঠিয়ে--
অনুরাগে ভাসে এই অনুসারী মন।