নাব্যতা ও ঢেউ(27-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
যেখানে নাব্যতা বেশি সেখানে নদী বড়ো স্থির
দেখা যায় তলদেশে প্রতিপদ থেকে পূর্ণিমার চাঁদ
কলাক্ষয় হতে হতে অমানিশা এসে ঢাকে আকাশের মুখ
যেখানে নাব্যতা বেশি সেখানেই ঢেউ অচঞ্চল


শূন্য কলসির গল্প শুনিও না প্লিজ  
মোহন বাঁশির সুরও মিথ হয়ে গেছে
যতোই বাজুক জোরে এই হুতাশন
শাক দিয়ে কখনও কি ঢাকা যায় মাছ ?


তাই ফিরে আসি কল্লোলিনী বহতার কাছে
জল ঢেউ নাব্যতার কাছে
রূপোলি চাঁদের গায়ে কলঙ্কের দাগটিও বড়ো মোহময়


যতোই আসুক ঝঞ্ঝা
সময়ের খরস্রোতে বালুকাবেলায় এসে শান্ত হয় উদ্দাম ঢেউ
আমি কি তৃষাণজিৎ ঝরে যাওয়া কুঁড়িটিকে স্বাগত জানাবো ?