নারী বৃষ্টি
রণজিৎ মাইতি
-------------
কাল মাঝরাতে হঠাৎ বৃষ্টি পড়েছিলো;
এবং বৃষ্টিজল ফুটো ছাদ চুইয়ে ভিজিয়ে দিয়েছিলো মাথার বালিশ।


যদিও সন্ধ্যার আকাশে কোথাও ছিটেফোঁটা মেঘের আভাস ছিলোনা;
তারাভরা আকাশেও ছিলোনা বিদ্যুৎ ঝিলিক।
কেবল সন্ধ্যাতারার হৃদয় জুড়ে ঝিলমিল হাসি।


তবু বৃষ্টি হলো মুষলধারায়;
রিমঝিম সুরে সে শোনালো মল্লার।


বুঝিনা কারণ ছাড়া এমন বৃষ্টি কেনো হয় মাঝেমাঝে;
বৃষ্টির নাম 'নারী' হলে সেই বৃষ্টির কারণ দেবতাও জানতে পারেনা!!!


(30-12-21)