নারী তুমি নারী নও (09-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
নারী তুমি নারী নও দীপ্ত চরাচর
গাছ নারী ফুল নারী পুষ্ট গর্ভকেশর
আকাশ বাতাস আর জল ও আগুন
হও সাগরের নীল ঢেউ মরু মাঝে জল
স্নেহে তুমি ত্যাগে তুমি সহিষ্ণুতায় সেরা


তোমাকে সাজাই আমি সবুজ শিফনে
চোখে কি কাজল দেবো ? নাকি মাসকারা ? লিপস্টিকে থাকুক না আশকারা কিছু  
হোক কপালের লাল টিপ তৃতীয় নয়ন


পুরুষ তুমি কি কাঙাল হবে নিকষ আঁধারে?
তোমার প্রশস্ত বুকে কেন তবে পদধ্বনি শুনি ?
কৌস্তভ রতন শোভে মাধবের বুকে,
তবুও শ্রেষ্ঠ রত্ন রূপে পেয়েছে পরমা লক্ষ্মী তাঁর বুকে স্থান
অবশ্য কবচকুণ্ডল হাতে কখনও কখনও পুরুষও হয়েছে অসহায়
যেমন নারীর রূপের আগুনে মুগ্ধ
তেমন শুদ্ধ চিত্তে কামানলে দেয়না কি ঝাঁপ ?