নিরাময়  (11-07-2018)
রণজিৎ মাইতি
--------------------
নিরাময় নিয়ে সেভাবে ভাবিনি কখনও
ভেতরে ঢুকে গেলে মল,মুত্র,কফ ইত্যাদি,ইত্যাদি
আরও বিপাকীয় উপাদান যতো


মাথা নিয়ে যাদের মাথাব্যথা
তাদের বলি,আসলে নিরাময় একটা প্রক্রিয়া
চলতেই থাকে,চলতেই থাকে
অনাদি অনন্তকাল সুনির্দিষ্ট পথে


বরং ভাবতে বসলেই
উল্টে রোগই নতুন করে মাথাচাড়া দেয়