নিয়তি(25-06-2019)
রণজিৎ মাইতি
--------------------
ভাঙা খাটিয়ার মতো আমার নিয়তি
প্রলাপ যতোই গভীর হোক,হোক উচ্চনাদে
ঠেলে দেয় নির্লিপ্ত আলোর দিকে


তবে কি অমৃতের সন্ধানে পথে যাবে না পুরুষ ?
অন্ততঃ তামাদি হওয়ার আগে কৃষ্ণকথা কিংবা হরিকথা
অথবা কৃষ্ণচূড়ার ডালে সুন্দর লাল ফুলে মোহিত হবেনা ?
যদিও ব্রহ্মার মানসপুত্র বীনা হাতে বাজায় ভৈরব !!


সরে আসতেই হয় পূর্বতন উপমা থেকে
বরং উপমান উপমিত ভাবনার বিষয়
মাটি আজ পুষ্ট কিনা ! এ কোমল বুকে কেউ কি বাজায় মৃদঙ্গ মধুর ?
বেতাল পঞ্চবিংশতি খুঁড়ে খোঁজ করি প্রাণের স্পন্দন
অথবা চৈত্র সেলের বাজার
বাজার আগুন হলে আগে মরে দুগ্ধ পোষ্য শিশু
বসে না চাঁদের হাট আমার উঠোনে
পড়শি বাড়িতে কি জ্বলেছে উনুন
সেঁকে নিতে হবে হাত পা কাবাবের মতো
উর্বরতা যদি থাকে কম্বুনাদে জানাই স্বাগত
প্রাণবায়ু শুদ্ধতম,আর এক আকাশ হবে নতুন ঠিকানা  
অবিচল ফেরিঘাটে জীবনের নত্ব ষত্ব করি আলোচনা


যদিও বেলাশেষে সরস আঁধারে ঢাকা তরু গুল্ম লতা
পল্লবিত কচিপাতা সবুজ তো নয়ই বরং অদ্ভুত পাংশুটে
তাই উড়াই না জয়োধ্বজ;ফুলেটও তো সেই কবে থেকে বেসুরো বাজছে