নিন্দার ভাষা হয়না(06-04-2020)
রণজিৎ মাইতি
-------------
নিন্দার কোনও ভাষা হয়না,
যেমন ভালোবাসার,প্রেমেরও  


অনুভবী বিষয়গুলো এতোটাই ব্যক্তি কেন্দ্রীক
গুমরে গুমরে মরে একা গুমঘরে


তাই তাকেও আকাশ দাও,
হালকা বাতাস।
গভীর এষণায় সেখানেও বসন্ত আসুক
দহনেও প্রয়োজন বিশুদ্ধ অম্লজান।
যেমন ফুল ফোটার জন্যে চাই মেধাবী সুনীল


আমি উদস্থৈতিক চাপগুলো আজও কোরকে লুকাই
কোরক তো নয় অন্য কিছু,গোপন মনন
যেখানে সারামাস মধুমাস,সারাটা বছর ----
সোহাগী চাঁদের বুকে কলঙ্কের মতো সেও একান্তে ভাস্বর।
ফুটে আছে বনমল্লিকার মতো নিভৃতে নির্জনে --- !