নৌকো ও কালসিন্ধু (03-02-2018)
রণজিৎ মাইতি
---------------------
নৌকো খুবই প্রিয়
পাটাতন,দাঁড় ও মাস্তুল
তটিনীও খরস্রোতা
                    ভাসি ও ভাসাই


ভেসে যায় বাসি ফুল,আর প্রতিমা কঙ্কাল
স্মৃতি কি ভাসতে পারে ?
বিনিদ্র কালস্রোত,কুম্ভকর্ণ ছয়মাস ঘুমায়


দু-একটি ফুল কি রেখেছি কোথাও ?
কাঁটা দিয়ে কাঁটা তোলা বৌদ্ধিক অভ্যাস
তাই অবেলায় মনে আসে হাজারো ভাবনা
ঢেউয়ের অভিঘাতে এক দরজা বন্ধ হয় অপরটি শুধায়
সহবত বশে বলি 'কেমন আছো তুমি প্রিয়া'


যদিও রাখাল বালকের মতো কেউ কেউ আজও উন্নাসিক
যেমন রাতের সুস্পষ্ট চাঁদ দিনের আলোয় থাকে ম্লান  


আসলে স্রোতটাই কাল সিন্ধু
ভালোবাসার বজরাটিরই ক্ষয়িষ্ণু জীবন