ওঙ্কার ধ্বনি (15-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
কবিতার নাকি সংজ্ঞা হয়না !
কবিও কি তা বিশ্বাস করেন ?
কখনও বোরখা পরা বা ঘোমটা দেওয়া রমনীর দিকে তাকিয়ে বলি,--"চমৎকার"।
পরক্ষণেই স্ট্রিটে জিন্স টপ পরা মেয়েটির দিকে তাকিয়ে বলছি,--"ক্যায়াবাত্"।
এভাবেই সমস্বরে করি,--"হুক্কা হুয়া,হুক্কা হুয়া"!
দারুন কবিতা,অপূর্ব,অনবদ্য,অসাধারণ।
এদিকে বিশেষণের ঠেলায় কবি নিজেই দ্বিধাগ্রস্ত !


যদিও কেউ কেউ প্রতিকূল স্রোতে ভেসে যান,ভালোবাসেন তাই।  
গ্রীষ্মের তীব্র দহনে যে কৃষক বীজ বোনে মাঠে,
ঝড়,বৃষ্টিতে ভিজে ভিজে রোপন করেন গান;
তাঁরই ব্রহ্মতালুতে উৎসারিত হয় কবিতার স্ফুলিঙ্গ।
একশ আটটা নীলপদ্মের গল্প পরে হবে খন,
এখন মুখে শুধুই "ওঙ্কার ধ্বনি" !