ফসল
রণজিৎ মাইতি
---------------------
আমার আবাদি জমিটি
সময়ের সাথে সাথে ছোট বড়ো হয়

কিন্তু কৃষক মন তা মানতে চায় না
ফসলের পশ্চাতে নিয়োজিত মেধা
বিগত ও বর্তমানে সমান সমান
তবে জমিটি কিভাবে ছোট-বড়ো হয়!

তখন ঈশ্বর বলেন
কেবল মেধা দিয়ে ফসল ফলে না সোনা,
সোনা ফলাতে লাগে 'এক্স' ফ্যাক্টর ।