ফসলের ভেলা (13-05-2017
রণজিৎ মাইতি


সময় সারণি মেনে--চোখে নামে ঘুম
দিবানিদ্রা নয়--কায়িক শ্রমের পরে
শ্রমিকের বিশ্রামের ডাক--চোখে ঘুম হয়ে নামে--তলিয়ে যেতে যেতে--তবু উঁকি দেয় ফসলের দেহে--গায়ে রাখে সোহাগের হাত


কোনও বিপন্নতা নেই--সবুজের সাথে যার
সহবাস--ঘুম--দিনের প্রথম আলো--ডাক দিয়ে যায়--পায়রার মতো--বকম বকম


প্রযুক্তি এসে গেছে--তবু খুঁটে খায় আজও পাখি--পান করে চকোর জোৎস্না--প্রখর
গরমে চাতকের তৃষ্ণা মেটেনা


ফসলের স্বপ্নে যার--ঘুম আসে--জাগে সেই
ফসলের ডাকে--হয়না কখনো তার--স্বপ্নের সমাধি