ফিরে আসি এ বৈচিত্র সাগরে(31-10-17)
রণজিৎ মাইতি
--------------------
জনারণ্য ছেড়ে মাঝেমাঝে পাহাড়ের কোলে যাই।
ভুল বললাম,যাইনা।পাহাড় টেনে নিয়ে যায়
হারাই পাইনের বনে ঘন কুয়াশায়


এভাবেই যাই সাগরের বুকে,ঢেউ গুণি
মাছেদের মতো ডুব সাঁতারের খেলা খেলি
কতবার গিয়েছি গভীর জঙ্গলে,সাধ জাগে--
পাখিদের সাথে কোরাসে গেয়ে উঠি ধ্রুপদী সংগীত,
মাঠে গিয়ে চাষীদের সাথে কতদিন পুড়িয়ে খেয়েছি মকাইয়ের দানা।
তবু মনে হয় আজও তালাবন্ধ ঘরে আটকে রয়েছি
আরও আরও বৈচিত্রের খোঁজে উঁচাটন মন
তাই চুপিচুপি ঢুকে যাই নন্দন কাননে,
কতো গাছ,কতো পাখি,কতো ফল,কতো কতো স্বাদ
এতো এতো পথ,চড়াই উতরাই
পথে পথে নানা রঙ,নানা সুর ও ভাষার বৈচিত্র
মুগ্ধতায় হতবাক,বুঝে গেছি এ কানন রত্নের আকর
প্রতিটি সভ্যের আছে নিজস্ব ভাষা
বিছুটির ভাষা আর চন্দনের ভাষা


তাই যেখানেই থাকি,সব ছেড়ে----
আবারও ফিরে আসি এ বৈচিত্র সাগরে,জনারণ্য মাঝে ।