ফুল ( 06। 04।2017)
রণজিৎ মাইতি


বাগানে অনেক ফুল
আমি দেখি ওটা একটা ফুুল,
বা ফুলগুলি মিলেমিশে
বাগানটাই হয়ে গেছে ফুল।
এই ফুল নড়েচড়ে,
খায়দায় গানগায়, বাথরুমে যায়।
সারা গায়ে জল মেখে
তারপর জলপরী হয়ে যায়।


কাদামাটি হাতে মেখে
কি করছ দেখি,ওমা!
আমার অধরা স্বপ্ন
ওর হাতে লুটোপুটি।


খেলা তার ঘর করনা
বাসন খেলনাবাটি।
কড়াপাক রান্না হলেও
খায় চাটিপুুটি।


তারপর,--
পুুতুল বেবি কোলে নিয়ে
ঘুুম পাড়ানি গান গেয়ে
ঘুুমের দেশে পাড়ি।


কি অপূর্ব স্বাদ তার  
যে পেয়েছে জানে,
তাই ফুলেরাই আমন্ত্রিত
আমার সাধের বাগানে।