প্রবঞ্চনা (04।04।2017)
রণজিৎ মাইতি


বয়স হয়েছে ঢের
দেহ নয় ছায়া শুধু দেখি।


কত বাদ এলো গেলো,
এলোমেলো করে দিয়ে --
আবার জন্ম নিল
অন্য কোন বাদ।


মিছে বাক তর্ক থাক আজ,
ফসলের উৎসে ফিরে যাই।
দেখি তারারাই মেঘে ঢাকা,  
আজও ওরা যজ্ঞ সমিধ।