প্রারম্ভটা সেই ভাবে হোক(13-07-21
রণজিৎ মাইতি
-------------
প্রারম্ভটা সেই ভাবে হোক;


যেভাবে তুমি ভাবতে পারো,
বলতে পারো,
মাটির কথা
ফুলের কথা
নীল আকাশের  
ব্যথার কথা
প্রারম্ভটা সেই ভাবে হোক;


যেভাবে তুমি ভাবতে পারো,
বলতে পারো
মনের কথা
ছোট্ট শিশুর
হৃদয় কথা
প্রারম্ভটা সেই ভাবে হোক;


যেভাবে তুমি ভাবতে পারো,
বলতে পারো
কাঁদছে কেনো
হাসছে কেনো
রোদ সকালে
দামাল খোকা
প্রারম্ভটা সেই ভাবে হোক;


যেভাবে তুমি ভাবতে পারো,
বলতে পারো
উড়াল পাখির
ঝট্ পটানি
ব্যথা বুকের
খচ্ খচানি
প্রারম্ভটা সেই ভাবে হোক;


যেভাবে তুমি ভাবতে পারো
বলতে পারো
জল নদীটির
নাব্য কথা
গুপ্ত ধনের
লুপ্ত কথা
প্রারম্ভটা সেই ভাবে হোক;


যেভাবে তুমি ভাবতে পারো,
বলতে পারো
স্রোতের কথা
কান্না ভেজা
শ্রমিক কথা
ঘাম কেনো নুন?
প্রারম্ভটা সেই ভাবে হোক;


সেই ভাবে হোক মনের কথা,
রাত ও দিনের
সুরের কথা
খুন কেন লাল ?
বলতে পারো
যেভাবে তুমি ভাবতে পারো;


প্রারম্ভটা সেই ভাবে হোক,
সহজ-সরল,
ছোট্ট শিশুর
কথার মতন
সাদা কথা
প্রারম্ভটা সেই ভাবে হোক;

যেভাবে তুমি ভাবতে পারো
বন্ধু
সজন,
গুল্মলতার
মনের মতন
বলের কথা,
ছলের কথা
সেই ভাবে হোক


সেই ভাবে হোক
লুকোচুরির
আত্মকথা
আত্মদহন
মনের কথা
বৃষ্টি কথা
সৃষ্টি কথা
অলক্ষ্মীদের
লক্ষ্মী কথা
লক্ষ লক্ষ
সবুজ কথা
উদাস হাওয়ার
মুক্ত কথা
বকমবকম
পায়রা কথা
কপোতপালির
সরল কথা
তরল কথা
মুক্ত বেনীর
আঁধার রাতে
আলোর কথা
প্রারম্ভটা সেই ভাবে হোক
যেমন তুমি ভাবতে পারো
নাকবরাবর
হাঁটার কথা
সহজ সরল
ছন্দে হাঁটা
কথায় আসুক
শিরদাঁড়াটা
ঝড়ের মুখে
ঋজু কথা
সেই ভাবে হোক প্রারম্ভটা
যেমন তুমি রোজই ভাবো
একাত্মতা
একাগ্রতা
সবহারাদের
আগুন কথা
ফাগুন কথা
পলাশ রঙে
শিমুল রঙে
প্রারম্ভটা
সেই ভাবে হোক
সেহ ভাবে হোক
মেঘমেদুর
আকাশ কথা
সম্ভাবনার
শুরুর কথা
প্রেমের কথা
প্রমার কথা
সেই ভাবে হোক
সেই ভাবে হোক
বন্ধু কথা
স্বজন কথা
যেমন বলি
সাদা কথা