প্রেমের আকাশ(31-03-2019)
রণজিৎ মাইতি
--------------------
উৎকণ্ঠায় ভাবিত নই,সে আকাশ মৌলিক
প্রেমের সঙ্গে তার আত্মিক সম্পর্ক  
যেখানে জন্ম নেয় অধিকার বোধ
সেখানেই বিশ্বাস-অবিশ্বাসের মেঘ ঘনীভূত


আসলে সে নিরপেক্ষ,মুক্ত স্বাধীন  
বিভঙ্গের মতো চেনে সুনীল আকাশ
কখনও কি করতে পারে কারুর দাসত্ব ?
নিজের জালেও কাউকে আটকে রাখে না
বরং ছেড়ে যায় লখলাইন,যতোটা উড়তে চায় উড়ুক না ঘুড়ি
চাওয়া-পাওয়ার উর্দ্ধে চন্দনের মতো আজও সুরভি বিলায়
ত্যাগের মহিমায় সে আজও ভাস্বর  


যেমন বাগানে প্রস্ফুটিত গোলাপের দিকে
অথবা দিঘি ভরা কমলকাননে যেকোনো অধিকারী তাকায় মুগ্ধ নয়নে
সেভাবে আমিও দেখি কায়াহীন প্রেমের শরীর