প্রশ্নটা উহ্য থাক (11-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
প্রশ্নটা উহ্য থাক;
জল,সার না দিলেও হাওয়া---
তবু নির্লিপ্তির ভেতর বেঁচে থাকে প্রিয় চারা গাছ
একান্তেই,আড়ালে আবডালে চলে নির্বাক মনের রমণ !
সুন্দর সুন্দর সবুজ অবুঝ


তখন শরীর কি অতৃপ্ত নাকি ?
তাপমাত্রা মেপে দেখি,শীতল শীতল
তখনও সজাগ মোহহীন মেধাবী মুরলী


এক ছুটে ছুঁয়ে আসি----
হিমাঙ্কের নিচে থাকা সেই মাইলস্টোন
এই হিমায়িত দেহ-মনে ফারাক কোথায় ?
আজও প্রকৃত বন্ধু পরস্পর,মাণিকজোড়
তুমি শুধু দূর্বাদলে বিশুদ্ধ প্রেমের অক্সিজেন দাও