প্রেম ও ভোকাট্টা(29-05-2019)
রণজিৎ মাইতি
-------------
কান এখনও শোনার জন্যে প্রস্তুত নয়
দেখার জন্যে চোখও  
অথচ উদগ্রীব শব্দটি কি দারুন বেহায়া


ধৃতরাষ্ট্রের মতো পাঞ্চজন্য শুনে বলি----
আহা কি মধুর সানাইয়ের সুর
রোম পুড়লেও নিরোর মতো মিজরাব পরে বেহালা বাজাই


প্রেম সমর্থন না করলেও  
সানাই ও ছাদনাতলায় আজও তীব্র  আসক্তি
ঠেলে দেয় কোমা থেকে গভীর মৃত্যুর দিকে
হতাশা ও আনন্দের যুগ্ম সংবেদন
ভোকাট্টা ? উফঃ চুটিয়ে চলুক !


আসলে প্রেমের অন্য নাম আনমনা শাশ্বত নদী  
কৃষ্ণের ব্যাকুল বাঁশির সুরে যে নদী হয় খরস্রোতা
বরং অ্যানাকুণ্ডা গিলে খায় আস্ত আমাজন