প্রেম ও ঝড় (20-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
পশ্চিমী ঝঞ্ঝায় মাঝে মাঝেই কেঁপে ওঠে হৃদসরোবর
স্বতঃই ঢেউয়ের তালে তালে দুলে ওঠে সদ্য ফোটা কমলকলি  
মাধ্যম বিমূর্ত হলেও সম্পূর্ণ কল্পচিত্র বাস্তব সম্মত


উফঃ,ব্রহ্মার নাভীমূলে তখনও উচ্চারিত 'ওঙ্কার ধ্বনি' !!
আর অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর ঘুমন্ত মুখেও গভীর প্রশান্তি
এর নামই কি আত্মবিশ্বাস ?
পাঁকাল পাঁকে থেকেও যেমন নিষ্কলুষ


আসলে ঝড় মাত্রেই থাকে উৎসভূমি
কখনও অবজ্ঞা কিংবা অবহেলা
কখনও অহঙ্কারের সুউচ্চ শিখর


অবশ্য তর্জনী আজও একরোখা
যতো তর্জন গর্জন কেবল নিখাদ ভালোবাসায়


তাই আজও ব্যতিক্রমী আলো খুঁজি প্রেমের গভীরে
যেমন কাদায় জন্ম হলেও পঙ্কজ রূপে অমলিন;তেমন প্রেমও  
কখনও কি নোয়ায় মাথা প্রবল ঝড়ের সম্মুখে ?