প্রেমের রঙ(26-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
যে প্রেমিক যুগল প্রিন্সেস ঘাটে বসে আছে
তাদের দেখি
যদিও এ দেখার বৈধতা নিয়ে প্রশ্ন উঠে যায়


তবু দেখি,---
ভিক্টোরিয়ায় বসে থাকা যুগলের দিকে
খরস্রোতা গঙ্গা দিয়ে বয়ে যায় পবিত্র জল


লনের ঘাসে হাত বোলাতে বোলাতে----
যেভাবে নিবিড় হয়ে আসে
যে ভাষায় কথা বলে তারা
সেই একই ভাষা,সুর ও রঙ
বেলপাহাড়ির ভুখা প্রেমিক প্রেমিকার চোখের তারায়


কে বলে ন্যাড়া বারবার বেলতলায় যায় না কখনও?
বরং ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভানে আগের মতোই


আসলে সময় ও অবস্থান বদলায়
কিন্তু কখনও কি বদলায় প্রেমের রঙ ?
ইট কাঠের জঙ্গলের ভেতর চিনে নেয় ঠিকই সবুজ
শুধু যেটুকু তফাত অই মহুয়ার রসে ও স্কচে