রক্ষণশীলতা (15-08-19)
রণজিৎ মাইতি
--------------------
নতুন কিছুই বলিনি
অভিনব কাজ করেছি কি কিছু ?
রাতের রঙ আমিও বলেছি আঁধার;ঠিক তোমার মতোই
তবুও চোখা চোখা শব্দবন্ধে ভরিয়ে দিয়েছো আমার আকাশ
অনুরূপে যে আকাশ তোমাকে চেনায়


'সাবাশ' শব্দটিও কি নিদারুণ !
আজও রক্ষণশীলতার ভেতরই তার মরা-বাঁচা

যেখানে পা এলোমেলো
অথবা হাত মুখ চোখ ঘোরে এন্টি-ক্লকওয়াইজ
সেখানে 'বেয়াড়া' কিংবা 'উচ্ছৃঙ্খল' শব্দটিকেই আজও প্রশ্রয় দেয় আমাদের প্রিয় অভিধান
অথচ জিনিয়াস শব্দটি সেখানেই প্রযোজ্য  
বেড়া ভাঙার খেলায় যিনি ব্যতিক্রমী


আসলে আমরা আজও অভিধান প্রিয়  
আমাদের আকাশ এখনও চূড়ান্ত রক্ষণশীল !