রত্ন
রণজিৎ মাইতি
-------------
আমার হাতে একমুঠো ছাই দিয়ে বাবা বলেছিলো-
"এই হাত কখনও খুলিস না খোকা,এর মধ্যে আছে দামি রত্ন।"
হাত ছাড়া আমি ঠুঁটো জগন্নাথ,
আবার বাবার কথাও যে ফেলে দেবো সেই স্পর্ধাও নেই আমার।
তাই, দুই চোখ বন্ধ ক'রে অনেক যত্নে তা কাগজে মুড়ে রেখে দিয়েছি বিগ্রহের পেছনে।
আজীবন ধুপ দিই,ধুনো দিই,
মনে মনে জপ করি ইষ্টমন্ত্র,
যাকে বলে কুললক্ষ্মীর সেবায় আসল রত্নের যত্নআত্তি।
যদিও জরার কবলে একে একে ফুরিয়ে যায় সঞ্চিত রত্নপেটিকা সমগ্র,
একদিন ফুরিয়ে যান বাবাও!
কিন্তু ছাইয়ের মূল্য কমে না কখনো;
বরং অদর্শনে দিন দিন বেড়ে যায় ছাইয়ের মূল্য
ঠিক বাবার মতোই।
গুণোত্তর প্রগতিতে!