রোমাঞ্চ (30-09-2019)
রণজিৎ মাইতি
-------------
কোনও কোনও আলো আবছা অথচ চকিতে ছুঁয়ে যায় মন
আলো আঁধারিতে পার্কের এক কোণে সোমত্ত মেয়েটি
ছেলেটির বুকে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে
এই কান্না তেমনই এক অস্পষ্ট আলো

জানিনা সেই কান্নার প্রকৃত কারণ
অবশ্য জানার ইচ্ছেও জাগেনি কখনও
শুধু জানি উৎসই বুকটা পৃথিবী ভেবে রোপণ করছে কিছু বৃষ্টির ফোঁটা
বুকটা আকাশ ভেবে আঁচড় কাটছে আজ রঙ তুলি দিয়ে
বুকটা সাগর ভেবে ডুবছে সেখানে
নিবিড় বনানীতে রাখছে সোহাগ পরশ


সেই আলো আজও ভুলতে পারিনি
ঋণাত্মক সংখ্যারও আছে অযুত নিযুত কোটি কোটি দূর
কোনও এক সনাতন কাকভোরে কান্নার শুরু
আবহমানের পথ ধরে অধুনা পর্যন্ত
আগামীতে যতোদিন উৎস কাঁদবে ছেলেটির বুকে মুখ ঢেকে
আমরাও ততোদিন সেই অস্পষ্ট অথচ অমোঘ আলো দেখে চমকিত হবো