রোমিও   (30-03-2017)
রণজিৎ মাইতি


যোগবলে যোগী আজ কৈলাস শিখরে।
যেথা করে বাস মহাযোগী।
যোগীন্দ্র নাম তার মহাদেবে জানি, আদিদেব।
সে স্হানে এ যোগী,মহা খুশি।
সদা হাস্যময়,কৃষ্ণ ভাব মুখে।


নাম গোপিনাথ যার মদনমোহন,
রমণীরমণ খ্যাতি জানে চরাচর।
যুবতী রাধিকা পাশে রাধামাধব,
রাধিকারমণ নামে চেনে বিশ্বজন।
নারী মনে দোলা দেয় যার বংশীনাদ
নান্দীকার শ্রেষ্ঠ তিনি,তিনিই বংশীধর।


যোগী, শুনি তুমি গোবিন্দ প্রেমী।
বল কেন তবে শীর্ষাসনে বসে
রোমিওর বিরোধিতা করা?
লোকশিক্ষা দিতে কৃষ্ণ
চিরকাল রাধিকার পাশে।


জীবনের ধর্ম  প্রেম ভালোবাসা,
সে ধর্ম অগ্রাহ্য করে কিবা তবে চাও?
অর্ধনারীশ্বর রূপ ভূভারত চেনে,
হরগৌরি একাকার এক দেহে লিন।


মানবের ধর্ম যত কিছু
সব যদি অধর্ম অনাচার হয়
তবে আগে দাও পুনঃর্বাসন সে অভাগীরে।
যত বারাঙ্গনা আছে, দুঃখি।
খোঁজ নিয়ে দেখ,
কোন নারী শুধু রতি সুখ পেতে
গিয়েছে কি গণিকাগৃহে?
শুনেছি ক্ষুধায় পেটে ছুঁচো মারে ডন।
যত হতভাগী আছে বারবধুজীবী,
পেটের আগুন তাদের নিয়ে গেছে টেনে ।
যদি পার,দূর কর আদিম জীবিকা।এ লজ্জা,
নারীর সম্ভ্রম আজও ধুলোয় লুটায়।


আর তুমি মহাযোগী, যোগী স্রষ্ঠা
শুনি দূর দেশে থাক,
জানিনা আমার কথা কানে যাবে কিনা
জনশ্রুতি জানা দিল্লি বহুদূর।
নর নারী কাছাকাছি বসা যদি অনাচার হয়
তবে যত ছবি আছে ধরাধামে
কানু রাধা নিকট নিবিড়
আগে ছেঁড়ো, খন্ডখন্ড কর
দেখি যোগী তোমার মহিমা।
যদি যায় কানে,বলি শোন
দূর কর দারিদ্র বেকারী,
দাও স্বাস্থ্য , দাও শিক্ষা ,
নারীর সম্মান।


শুধু রোমিও রোমিও করে,কৃষ্ণ পথে বাঁধা
মানবেনা জনগণ, আর কৃষ্ণ-রাধা।