রঙ বদলের ইতিকথা(17-02-2018)
রণজিৎ মাইতি
- ------------------
বদলের পর বদল দেখতে দেখতে----
বুঝে গেছি রঙে রঙে কতোটা ফারাক
মুদ্রার এপিঠ ওপিঠে যেটুকু তফাত
মাঝে কমা,কোলন,কখনও পূর্ণচ্ছেদ
সবশেষে চরম বিস্ময় আর চূড়ান্ত বিভ্রম
ওমা,এ তো দেখি জেরক্স কপি


যেখানে ক্ষমতা আছে পাহাড় প্রমাণ
দম্ভে যাদের মুখে ফুটে ফুলঝুরি
হোক না হোক কিছু তবু দাবী করে
সেখানেই ভয় আছে
উল্টো পিঠেও খুব ভয় ভয় করে


অনেক বসন্ত দেখা হয়ে গেছে,
কত দেখা বাকি আছে জানা নেই
অভিজ্ঞতা থেকে বলে যেতে চাই
লাল বলো,নীল বলো পার্থক্য চোখেই
আসলে জেরক্স কপি,তফাত একটুও নেই ।