রঙ ও আধুনিকতা (07-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
পৃথিবীর যে প্রান্তেই যাই দুধের রঙ সম্পূর্ণ সফেদ
'যৌবন' চির সবুজ
'মা' মায়া মমতা ঘেরা গহীন অরণ্য
আর 'বাবা' বটবৃক্ষ


শিশুর মতো পবিত্র সহজ সরল একমাত্র অই গাছ
তার হাসিতে চন্দন গন্ধ,কাশি-তেও তাই
কান্নার সুমিষ্ট গন্ধ চন্দনে চেনায়  
কাণ্ড যতো মোটা হয় ততোই বাড়ে ভরসার পারদ


এই যে আধুনিকতার নামে তীব্র হাহাকার
গেলো গেলো রব
সত্যি কোথাও কি ঘুরে গেলো তীক্ষ্ম সূচীমুখ?


অবশ্য দুধে যতোই জল মেশানো হোক সাদা তার আত্মার আত্মীয়
তেমনই কালো হোক কিংবা গোরা
প্রেম-ভালোবাসা আজও সভ্যতার শিরায় শিরায়
মানুষের কি ভিন্ন রঙ আছে;তথা প্রেম-ভালোবাসার?


এখন বাঘের ঘরে ঘোঘের গল্প শোনাবেন না প্লিজ
আসলে ব্যতিক্রম কখনওই নয় দুধের বিকল্প